আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিলেন কর্ণেল অলি

01

আলমগীর মানিক, রাঙামাটি:

নির্দলীয় সরকারের অধীন আগামী ১০ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করার জন্য সকল নেতাকর্মীকে রাজপথে অবস্থান করার আহবান জানিয়েছেন ১৮ দলীয় জোটের অন্যতম শরীক এলডিপির সভাপতি ড: কর্নেল (অবঃ) অলি আহমেদ বীর বিক্রম। তিনি শনিবার বিকালে দলটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা এলডিপি’র কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের সাথে টেলিকনফারেন্সে এই আহবান জানান। তিনি নেতাকর্মীদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

লিভারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র রাঙামাটি জেলা সভাপতি আশাপূর্ণ চাকমার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলটির জেলা সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম। এলডিপির জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিন্টুর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কমিটির কোষাধ্যক্ষ আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদিকা রুমা আক্তার, দলটির পৌর কমিটির সভাপতি হাজ্বী মোঃ আলমগীর, সম্পাদক ফখরুল ইসলাম এমরান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ, সদর উপজেলা এলডিপির সভাপতি মোঃ ইউনুছ, সম্পাদক আব্দুল মোমিন, গণতান্ত্রিক যুবদল জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক ইসমাঈল হোসেন কালাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সজল দাশ, সম্পাদক আমজাদ হোসেন টুটুল, সাংগঠনিক মোঃ ইব্রাহিম নেওয়াজসহ রফিক, মোবারক হোসেন, মোরশেদ, কায়সার, জামাল, হানিফ, মামুন, শুক্কুর, সোহেল, রুবেল, লিটন, মানিক ও নুরু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইলের মাধ্যমে প্রায় মিনিট দশেক টেলিকনফারেন্সে বক্তব্য রাখার সময় ড.কর্ণেল অলি আহাম্মদ আরো বলেন, বর্তমান সময়ে সরকারের আচার-আচরণ দেখে মনে হচ্ছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই সকলকে সরকার পতনের আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান সাবেক এই যোগাযোগ মন্ত্রী।

পরে অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে নিয়ে লিভারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী লেখা সম্বলিত কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন