আপনার ফোন পানিতে পড়ে গেলে কী করবেন?

phone-water-655x360
তথ্য প্রযুক্তি ডেস্ক:
এখন তো প্রত্যেকেই প্রায় ফোন ব্যবহার করেন৷ কেউ ব্যবহার করেন স্মার্টফোন, কেউ আবার ব্যবহার করেন অপেক্ষাকৃত কমদামি সাধারণ ফোন৷ আর ফোন ব্যবহার করা মানেই ফোন সম্পর্কিত নানা সমস্যা৷ সেই হাজারো সমস্যার মধ্যে অন্যত্তম হল ফোন পানিতে পড়ে যাওয়া৷ ফোন পানিতে পড়লে কী করণীয় তা অনেকেরই অজানা৷ আজ আমরা ফোন পানিতে পড়ে গেলে ব্যবহারকারীর কী করণীয় তাই আপনাদের জানাবো৷

১৷ আপনার ফোনটি পানিতে পড়ে গেলে প্রথমেই ফোনটিকে পানি থেকে তুলে ফোনটি অফ করতে হবে৷ অনেক সময় দেখা যায় পানিতে পড়ে গেলেও ফোনটি অন থাকে৷ কিন্তু ফোনটি পানিতে পড়ার পর অন থাকলেই সেটিকে পানি থেকে তুলে অফ করে দিতে হবে৷

২৷ ফোনটি অফ করার পরই ফোনটির সিম কার্ডস মেমোরি কার্ড, ব্যাটারি এগুলিকে ফোন থেকে খুলে ফেলতে হবে৷ পাশাপাশি আপনার ফোনে যদি কোন কভার লাগানো থাকে সেগুলিকেই এই ফোন থেকে খুলে ফেলতে হবে ব্যবহারকারীকে৷

৩৷ ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড খুলে ফেলার পরই ফোনটিকে ভাল করে ঝাকাতে হবে৷ অনেক সময় দেখা যায় ফোন পানিতে পড়ে গেলে ফোনের ভিতরে পানি ঢুকে যায়৷ ফোনটিকে ভাল করে ঝাকালে ফোনের ভিতরের পানি বেরিয়ে যায়৷

৪৷ ফোনটিকে ঝাকানোর পর কোন শুকনো কাপড় দিয়ে ফোনটিকে ভাল করে পরিস্কার করুন এবং তারপর ফোনটিকে বাড়ির চালের বস্তা বা জারের ভিতরে ঢুকিয়ে দিন৷ চালভর্তি বস্তার ভিতর ফোনটিকে ২৪ ঘণ্টা রাখুন৷

সময় শেষে আপনি যখন ফোনটিকে চালের বস্তার ভিতর থেকে বের করে যখন অন করবেন তখন দেখা যাবে আপনার ফোনটি পূর্বের মতোই সক্রিয় রয়েছে৷ কিন্তু তারপরও যদি আপনার ফোনটি কাজ না করে তাহলে তা ‘ডাক্তারখানা’ মানে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া ছাড়া গতি নেই৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন