আপনার শহর আপনাকে পরিষ্কার রাখতে হবে: পার্বত্যমন্ত্রী

fec-image

বান্দরবান পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ইউজিআই- আইপি-৩ এর আওতায় প্রায় ৩০ কোটি ৪৭ লক্ষ টাকার মোট ৪৫টি উন্নয়ন কাজের প্রকল্প বাস্তবায়িত হবে ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আপনার শহর আপনাকে পরিষ্কার রাখতে হবে। জনগণকে উন্নয়ন কাজের তদারকি ও পরামর্শ দিতে হবে।

সোমবার (১ নভেম্বর ) সকাল ১১টায় বান্দরবান পৌর এলাকার কালঘাটা ও বনরুপা পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি একথা বলেন ।

মন্ত্রী বলেন, এসব উন্নয়ন বাস্তবায়িত হলে বান্দরবান পৌর এলাকার ২টি ওয়ার্ডের চিত্র আরও পাল্টে যাবে এবং এই উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, পৌর নির্বাহী প্রকৌশলী মংসুই খই মার্মা, সাবেক জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজ্জামেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্যানেল মেয়র দীলিপ বড়ুয়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, হাবিবুর রহমান খোকন, পৌর সচিব মো. তৌহিদুর ইসলাম’সহ প্রমুখ।

ইউজিআইআইপি ৩ এর আওতায় ৭ কোটি ৮০ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে বান্দরবান পৌরসভার ২টি ওয়ার্ডে। এই উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে-পাকা সড়ক, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি, আরসিসি রি-টেইনিং ওয়াল এবং আরসিসি বক্স কালভার্ট উন্নয়ন।

বান্দরবান পৌরসভা সূত্রে জানা যায়, বান্দরবান পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ইউজিআই- আইপি-৩ এর আওতায় প্রায় ৩০ কোটি ৪৭ লক্ষ টাকার মোট ৪৫টি উন্নয়ন কাজের প্রকল্প বাস্তবায়িত হবে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন