‘দেশটাকে পরিষ্কার করি’ দিবসে বান্দরবানে পরিষ্কার অভিযান

Bandarban meor pic-6.2

স্টাফ রিপোর্টার:

‘দেশটাকে পরিষ্কার করি’ স্লোাগানে বান্দরবানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ‘পরিবর্তন চাই’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যানারে বান্দরবান পৌরসভার উদ্যোগে পৌর মেয়র মো. ইসলাম বেবীর নেতৃত্বে কর্মসূচী পরিচালিত হয়। শুরুতে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ‘দেশটাকে পরিষ্কার করি’ অভিযানের শপথবাক্য পাঠ করান পৌর মেয়র।

এই অভিযান জেলা শহরের ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে বাসস্টেশনে শেষ হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ, পৌরসভার কাউন্সিলর দিলীপ বড়ুয়া, অজিত দাশ, থুইসিং প্রু লুবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতুববৃন্দসহ নানান শ্রেণি-পেশার শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

অভিযানে পৌর মেয়র মো. ইসলাম বেবী বলেন, পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সহায়তা দরকার। একটি পর্যটন নগরী হিসেবে বান্দরবানকে গড়ে তুলতে হলে দূষণমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। শীঘ্রই বান্দরবান শহরকে দখল, দূষণ ও আবর্জনামুক্ত ঘোষণা করা হবে। বান্দরবানকে পরিকল্পিত পর্যটন শহরে রুপান্তিরিত করতে প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ নেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অভিযান, দিবসে, পরিষ্কার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন