আমাদের ভবিষ্যত কেন পাহাড়ি আঞ্চলিক সংগঠনের রোষানলে পুড়ে ছাই হবে- রাঙামাটি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীর প্রশ্ন

11041497_10205324816575200_1745459438_n

সিনিয়র স্টাফ রিপোর্টার:

আমরা ডাক্তার হয়ে দেশের সেবা করতে চাই, নিজেকে মানবসেবার মতো গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত করতে চাই। পাহাড়ি আঞ্চলিক সংগঠগুলোর রোষানলে পড়ে আমাদের জীবন কেন বিপন্ন হবে? আমরা কেন পুড়ব ? চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন উপরোক্ত কথাগুলো বলেছে রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী স্নেহাশীষ চক্রবর্তী। এসময় সেশনজট নিরসনে প্রয়োজনে অস্থায়ী ক্যাম্পাসে হলেও ক্লাস চালুর দাবী জানান শিক্ষার্থীরা।

ক্ষুব্ধ শিক্ষার্থী স্নেহাশীষ চক্রবর্তী তার লিখিত বক্তব্যে বলেন, গত ১০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজসহ সারাদেশে একযোগে ১১টি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেও অন্য মেডিকেল কলেজগুলোতে ক্লাস-পরীক্ষা শুরু হলেও রাঙ্গামাটি মেডিকেল কলেজে এখনো ক্লাস শুরু হয়নি। তিনি বলেন, এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বারবার বৈঠক করার পরও কোন সিদ্ধান্ত হয়নি। ফলে ৫১ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন আজ ধ্বংসের সম্মুখীন। সঙ্কটের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবন।

স্নেহাশীষ চক্রবর্তী তার দীর্ঘ লিখিত বক্তব্যে বলেন, দেশের অন্যান্য মেডিকেল কলেজসমূহে শিক্ষা কার্যক্রম শুরুর পর এরই মধ্যে ৬-৭ টি আইটেম এবং কার্ড পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর ফলে দেড় বছর সেশনজটের সম্মুখীন হতে হবে রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। পিছিয়ে পড়তে হবে নিজেদের শিক্ষাবছর থেকে। ডাক্তারের মধ্যে পাহাড়ি বাঙ্গালীর কোন ভেদাভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভবিষ্যত কেন পাহাড়ি আঞ্চলিক সংগঠনের রোষানলে পুড়ে ছাই হবে। ৫১ জন শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরু করার দাবি জানান শিক্ষার্থীরা।

11047134_10205324816535199_286100539_n

সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্র্রথম বর্ষের শিক্ষার্থী মো: রফিকুল ইসলাম, মিথিলা দেওয়ানজী, লাবণী বিশ্বাস, শাহরিন সুলতানা, নাজমুচ ছাহার মাহের, ইফতেখার মাহবুব প্রমুখ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ক্লাশ শুরুর দাবীতে মানবন্ধন সংবাদ সম্মেলন শেষে ‘আমাদের ক্যারিয়ার রক্ষা করুন’, ‘শিক্ষা জীবনের নিরাপত্তা চাই’, ‘অবিলম্বে^ ক্লাস শুরু করতে হবে’, ‘ডাক্তারের কাছে পাহাড়ি-বাঙ্গালী কোন ভেদাভেদ নেই’, ‘আমাদের জীবন নষ্ট করবেন না’, ‘অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরুর ব্যবস্থা করা হোক’ ‘আমাদেরকে ডাক্তার হওয়ার সুযোগ দিন’ লিখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। মানববন্ধন কর্মসুচীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী লাবণী বিশ্বাস নিজের ক্ষোভের কথা জানিয়ে বলেন, অনেক স্বপ্ন নিয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই অপেক্ষা করছি কখন ক্লাস শুরু হবে। কিন্তু দেশের অন্যসব কলেজে ক্লাশ শুরু হলেও আমরা এখনো ক্লাস শুরু করতে পারিনি। তাদের শিক্ষাজীবন নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়ে লাবনী বিশ্বাস বলেন, আমরা চিকিৎসক হয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করতে চাই। আমাদের স্বপ্ন ভেঙ্গে দেবেননা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন