ইয়েমেনের এডেনে প্রচণ্ড সংঘর্ষ, বহু হতাহত

yemen_BG_901178565
আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথ সামরিক অভিযানের এক সপ্তাহের মাথায় সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বন্দর নগরী এডেনে হুথি বিদ্রোহী ও দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সমর্থকদের মধ্যে স্থানীয় প্রচণ্ড সংঘাত শুরু হয় বলে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সংঘর্ষে বহু হতাহত হয়েছে। তবে কত সংখ্যক মানুষ এ সময় নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে সঠিক কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত পাওয়া যায়নি।রাস্তায় অনেকের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বলে স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানান।

এদিন গভীর রাতেও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন এই অঞ্চলের মাল্লা জেলার এক বাসিন্দা। সেই সঙ্গে রকেট হামলা, মেশিনগানের গুলির আওয়াজও পাওয়া গেছে।

২৬ মার্চ থেকে ইরানপন্থী হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন