ঈদগাঁও থানার এক কিলোমিটারের মধ্যেই রাতভর ডাকাতি চেষ্টা


কক্সবাজারের ঈদগাঁওয়ে মুবিনুল হক নামের এক প্রবাসীর ঘরে রাতভর ডাকাতির চেষ্টা করেছে সশস্ত্র ডাকাতদল।
শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাতদল মৃত আমির হোসেনের ছেলে প্রবাসী মুবিনুল হকের সদ্য নির্মিত দালান ঘরের বাউন্ডারি টপকিয়ে মূল ঘরে প্রবেশের চেষ্টা করে।এক পর্যায়ে সামনের শো’র উপরের দরজা ভাঙা শুরু করে। সুরক্ষিত দরজা ভাঙতে দেরি হওয়ায় ফজরের আযান শুরু হয়। এসময় পাশ্ববর্তী মৌলানা জসিম উদ্দিন নামাজের জন্য বের হলে পথে প্রহরায় থাকা অন্য ডাকাতরা তাকেও জিম্মি করে।এক পর্যায়ে মাইকে ডাকাতির সংবাদ প্রচারের পাশাপাশি ভোরের আলো প্রকাশ পেলে এলাকাবাসীর সাড়াশব্দে ডাকাতদল অদূরে দাঁড় করিয়ে রাখা মাইক্রো যোগে পালিয়ে যায়।
থানার এক কিলোমিটারের মধ্যে দীর্ঘ সময় ডাকাতি চেষ্টার ঘটনায় এলাকায় ডাকত আতষ্ক বিরাজ করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মছিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান ,এরকম সংবাদ তিনি এখনো পাননি। এলাকাবাসী একটু সচেতন হয়ে থানাকে জানালে ডাকাত দলকে গ্রেপ্তার সম্ভব হত।