ঈদগাঁও সড়কে ফের ডাকাতি, অপহৃত ২ জনকে উদ্ধারে নেমেছে পুলিশ


কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে কিছুদিন বিরতির পর ফের ডাকাতি ও ২ মোটরসাইকেল আরোহী অপহরণের শিকার হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে সড়কের ঈদগাঁও হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে ২ আরোহী ঈদগড় থেকে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়কের হিমছড়ি ঢালায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েন। এসময় ডাকাতরা মোটরসাইকেলের গতিরোধ করে ২ আরোহীকে অপহরণ করে বনভূমির দিকে নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, এ ঘটনা ছাড়াও একই স্থানে ইতোপুর্বে আরো কয়েকজন পথচারিও ডাকাতির শিকার হয়।
অপহৃতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব রাজঘাট এলাকার মোক্তার আহমদ (৩০) ও ৩নং ওয়ার্ড ফাতেমার ঘোনা চরপাড়ার মৃত হোসেন আহমদের ছেলে হেলাল (২৬)।
স্থানীয় একজন সংবাদকর্মী জানান, ইতোমধ্যে অপহরণকারীরা অপহৃতদের মোবাইল থেকে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
এই বিষয়ে ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং নিজে অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।