ঈদের রেসিপি: কাশ্মিরী পোলাও

fec-image

ঈদের বাহারি সব খাবারের তালিকায় পোলাও তো রাখতেই হয়! তবে তা যদি হয় কাশ্মিরী পোলাও তাহলে তো কথায় নেই। এটি স্বাদে খুবই সুস্বাদু আবার তৈরি করাও খুব সহজ।

এই উৎসবের মৌসুমে ঘরোয়া আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়নে পাতে রাখেতে পারেন কাশ্মিরী পোলাও। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. বাসমতি চাল ২৫০ গ্রাম
২. গাজর, বরবটি, মটরশুঁটি পরিমাণমতো
৩. পনির ১০০ গ্রাম
৪. কাজুবাদাম ১০-১২টি
৫. কিশমিশ ১ টেবিল চামচ
৬. পেস্তা কুচি সামান্য
৭. চেরি ৩-৪টি
৮. জাফরান ১ চিমটি
৯. দুধ ২ কাপ
১০. ফ্রেশ ক্রিম আধা কাপ
১১. চিনি ও লবণ স্বাদমতো
১২. ঘি পরিমাণমতো
১৩. তেজপাতা ১টি
১৪. আস্ত গরম মসলা প্রয়োজনমতো ও
১৫. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে নিন। অন্যদিকে পনির সামান্য লবণ দিয়ে পানিতে ভাঁপ দিয়ে হালকা ভেজে নিন।

কাজুবাদাম, কিশমিশ, গাজর, বিন, মটরশুঁটি হালকা ভেজে নিন। এবার প্যানে তেল ও ঘি গরম করে তেজপাতা ও আস্ত গরম মসলা ফোড়ন দিন। এরপর চাল দিয়ে নেড়েচেড়ে ২ কাপ পানি দিন।

ভাতের পানি ফুটে উঠলে দুধের মিশ্রণ ও লবণ মিশিয়ে দিন। পানি শুকিয়ে এলে সব একে একে মিশিয়ে দিন।

হালকাভাবে নাড়তে হবে, যাতে চাল ভেঙে না যায়। এরপর নামিয়ে উপর থেকে সামান্য জাফরান ছড়িয়ে পরিবেশন করুন কাশ্মীরি পোলাও।

সূত্র: জাগোনিউজ

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদ, কাশ্মিরী, পোলাও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন