উখিয়ার মরিচ্যায় সরকার ফার্মেসিতে বিক্রি হচ্ছে অনিবন্ধন কোম্পানীর ঔষুধ

 

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার মরিচ্যা বাজারে সরকার ফার্মেসীতে অনিবন্ধনকৃত কোম্পানীর ঔষুধ বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। ওই ফার্মেসির এসব অবৈধ কর্মকাণ্ড ও মানবদেহের ক্ষতিকারক ঔষুধ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় বিভিন্ন কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কে হুমকি ধমকি দেওয়ায় অনিদিষ্টকালের জন্য ঔষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে ফারিয়া নামক সংগঠন।

এদিকে সরকার ফার্মেসি কে নিয়ে কেন্দ্র করে উদ্ধুদ্ধ পরিস্থিতি সমাধান কল্পে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।

খোঁজখবর নিয়ে জানা যায়, উপজেলা মরিচ্যা বাজার স্টেশনে মেসার্স সরকার ফার্মেসি নামে একটি ঔষুধের দোকান রয়েছে। ২য় তলা বিশিষ্ট এ ভবনে নিচে ফার্মেসি ও উপরে অনিবন্ধিত প্যাথলজি ল্যাব।

কোর্টবাজার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সভাপতি আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, দেশের সনাম ধন্য ঔষুধ কোম্পানির দায়িত্বরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ সরকার ফার্মেসিতে বিলের টাকা কালেকশনের জন্য গেলে মালিক অরূপ সরকার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখে। এমনকি অশ্লীল দুর্ব্যবহার সহ মারধরের শিকার হতে হয় তার হাতে।

সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ জানান, মূলত সরকার ফার্মেসিতে অনিবন্ধনকৃত অরবিট ফার্মা, হাটসন, এভারেস্ট ফার্মা ও ফিলকো নামক বেশকয়েকটি অখ্যাত কোম্পানির ঔষুধ বিক্রি সহ বাজার জাত করণ করে আসছে। এমনকি ওই কোম্পানি গুলোর ঔষুধ গুলো স্থানীয় ভাবে বাজার জাত করণে একমাত্র পরিবেশক হচ্ছে সরকার ফার্মেসি। মরিচ্যা বাজারের সচেতন নাগরিক জানান, সরকার ফার্মেসিতে অভিযান পরিচালনা করলে লক্ষ লক্ষ টাকার বিপুল পরিমান নিম্ন মানের বিক্রি নিষিদ্ধ ঔষুধ জব্দ করা সম্ভব হবে।

ফারিয়ার সাবেক সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক শরিফ আজাদ ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় বলেন, সরকারি ভাবে বিধি নিষেধ  আছে এসব কোম্পানির নিম্নমানের ঔষুধ বিক্রি না করার জন্য অনুরোধ করলে ফার্মেসির মালিক অরূপ সরকার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলার চেষ্টা সহ মিথ্যা মামলার হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

এদিকে মানবদেহে ক্ষতিকারক ঔষুধ বিক্রি বন্ধ ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরকে হয়রানি করার প্রতিবাদে গত ৮ জুন ফারিয়ার উদ্যোগে এক জরুরী সভা সংগঠনের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উদ্ধুদ্ধ পরিস্থিতি সমাধান না হওয়ায় পর্যন্ত অনিদিষ্ট কালের জন্য সরকার ফার্মেসিতে ঔষুধ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ, সাবেক সভাপতি মো. আমিন উল্লাহ, সাধারণ সম্পাদক শরিফ আজাদ, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আল-মামুন ও যুগ্ম সম্পাদক নুর হোসেন সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সরকার ফার্মেসির অনৈতিক কর্মকাণ্ড বন্ধ না হলে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন