উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ওআইসি মহাসচিব

fec-image

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

সফরের অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে সোমবার (২৯ মে) কক্সবাজার আসবেন তিনি।

সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর মুসলিম বিশ্বের বৃহত্তম সংগঠন ইসলামিক সহযোগী সংস্থার প্রধানকে অর্ভ্যথনা জানাবে জেলা প্রশাসন। পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের ব্যবস্থাপনায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা করবে ওআইসির প্রতিনিধি দলকে বহনকারী গাড়িবহর।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প, কুতুপালংয়ের ৫নং রোহিঙ্গা ক্যাম্প ও নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যাবে প্রতিনিধি দলটি।

সেখানে পৌঁছে ওআইসির ১২তম মহাসচিব মাঝি, ইমাম সহ রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে কথা বলার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথেও মতবিনিময়ে অংশ নিবেন।

এছাড়াও তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। বিকেলে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন আফ্রিকান রাষ্ট্র চাদের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (২৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ।

বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এর পাশাপাশি হিসেইন তাহা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তনে বক্তব্য রাখবেন।

ওআইসি প্রধানের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-এপিবিএন

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওআইসি, মহাসচিব, রোহিঙ্গা ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন