উখিয়ায় অবৈধভাবে বালি উত্তোলন, হুমকিতে ব্রিজ ও কৃষি জমি

fec-image

উখিয়ার সমুদ্র উপকূলবর্তী মনখালী খাল থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে জন চলাচলের সরকারি ব্রিজ ও কৃষি জমি। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কতিপয় বালু খেকো বেআইনিভাবে মেশিন দিয়ে দিবারাত্র বালু উত্তোলন করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় লোকজনের অভিযোগ বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা কোন ধরণের সরকারি অনুমোদন বা লিজ ছাড়াই প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালি উত্তোলন করছে। খালপাড় সংলগ্ন সরকারি জমির উপর বালু মজুদ করে জনচলাচলের বিঘ্ন সৃষ্টি করছে। এ সব বালি সমুদ্রের লবনাক্ত হওয়ার পরও ঐ বালুদস্যুরা তা গোপন করে বিভিন্ন স্থানে প্রতি ডাম্পার ৩ হাজার টাকায় বিক্রি করে থাকে।

জনৈক প্রকৌশলী জানান, যে কোন ধরণের স্থাপনা নির্মাণে ব্যবহৃত বালি পরীক্ষা করা প্রয়োজন। তাছাড়া সমুদ্র উপকূলবর্তী এলাকার বালি ব্যবহারে খুবই সর্তক থাকা দরকার।

এলাকাবাসী সুত্রে জানা যায়, মনখালী কোনারপাডার মঞ্জুর আলম (৩৫), মোহাম্মদ আলম (৪০), জাফর আলম (৫০) সিন্ডিকেট করে বালি উত্তোলনসহ নানাবিধ অপরাধ কর্মকাণ্ড  চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বন বিট অফিসার, মেম্বার, হেডম্যান ও এলাকার একাধিক ব্যক্তিগন বাধা দিলেও তা তোয়াক্কা না করে নানাবিধ অপরাধ চালিয়ে যাচ্ছে।

উখিয়া সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম কিছুদিন আগেও ঐ এলাকায় অভিযান চালিয়েছিল। সে সময় বেশ কিছু বালি উত্তোলনের সরঞ্জাম জব্দ করে নিয়ে যায়।এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম জানান, অভিযোগ ফেলে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্ব, স্থাপনা নির্মাণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন