উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৭ দুষ্কৃতিকারীকে আটক

fec-image

কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুষ্কৃতিকারী ৭জন সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল উখিয়া থানাধীন রোহিঙ্গা ১৩ নম্বর ক্যাম্প এবং ১৯ নম্বর ক্যাম্প এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারী ৭ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিস্তারিত পরিচয় ১৩ নম্বর ক্যাম্প এফসিএন-২০৭৪৬৩, ব্লক-ডি/৩ এর বাসিন্দা লোকমান হাকিমের ছেলে ফরিদুল হক (৩৪),একই ক্যাম্পের এফসিএন-২১৬৪৯৩, ব্লক-ই/০৩ এর বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ (২৫), একই ক্যাম্পের এফসিএন-২১৬৪৯২, ব্লক-ই/০৩ এর বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আউয়াল প্রকাশ ওয়াহেদ(১৯), একই ক্যাম্পের এফসিএন-০১৫৬২১,ব্লক- ই/০৩,দিল মোহাম্মদের ছেলে মো. ইউনুছ (৩৪), ১৯ নম্বর ক্যাম্পের এফসিএন-২০০০৪৯, ব্লক- সি/১০ এর বাসিন্দা করিমুল্লাহ এর ছেলে নাজমুল হাসান (২৮),একই ক্যাম্পের এফসিএন-২০৩৭১৯, ব্লক-সি/০৪ এর বাসিন্দা মো. ইলিয়াসের ছেলে এহেছান উল্লাহ(৩১) ও একই ক্যাম্পের এফসিএন-২৮৪৫৫০, ব্লক-এ/০৫ এর বাসিন্দা দিলদার আহমদের ছেলে মো. রিয়াজ (৩০)বলে জানা যায়।

উল্লেখ্য যে, আটক আসামিগণের ক্রিমিনাল রেকর্ডপত্র যাচাই করে, ৫নং আসামি নাজমুল হাসান ও ৬নং আসামি এহেছান উল্লাহ দ্বয়ের বিরুদ্ধে কক্সবাজার উখিয়া থানার মামলা নং-১৪, তারিখ-০৬/০৩/২০২৩খ্রি:, ১৮৬০ সালের পেনাল কোড ৩০২/৩৪ ধারা এবং আটক ৭নং আসামি মো. রিয়াজ এর বিরুদ্ধে কক্সবাজার উখিয়া থানার মামলা নং-২৩, তারিখ-১৩/০২/২০২৩ খ্রি:, ১৮৬০ সালের পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে।

এছাড়াও আটককৃত ১,২,৩,৪ নং আসামিদের বিরুদ্ধে গত মঙ্গলবার ২১ মার্চ তারিখ ক্যাম্প-১৩ এর জি-৪ ব্লক এ ২ জন রোহিঙ্গা হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, আটককৃত আসামিদেরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, উখিয়া, ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন