উখিয়ায় সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত

fec-image

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীতে সন্ত্রাসীদের হামলায় আবদুল মালেক নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে বালুখালী পানবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আবদুল মালেকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানিয়েছেন, ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার গিয়াস উদ্দিন কথা আছে বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। বালুখালী পানবাজারে পৌঁছে একটি দোকানে বসা অবস্থায় পরিকল্পিত ভাবে আগে থেকে উৎ পেতে থাকা শিয়াইল্লা পাড়া এলাকার মৃত নুর আহমদ এর ছেলে সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী ছৈয়দ নুর, আলমগীর, আশেক, ছৈয়দ নুর(২) নেতৃত্বে ১০/১২ জন বালুখালীর জুমের ছড়া এলাকার মাহমুদুর রহমানের ছেলে আবদুল মালেকের উপর হামলা চালায়।

সন্ত্রাসীরা আবদুল মালেককে গুরুতর আহত করে মাটিতে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে। খবর পেয়ে মালেকের পরিবারের সদস্যরা মালেককে উদ্ধার উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আবদুল মালেকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাঃ তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

আহত আবদুল মালেকের পিতা মাহমুদুর রহমান জানান, এক মাস আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় আমরা উভয় পক্ষ থানায় মামলা দায়ের করি।

সূত্রে জানা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ উখিয়া থানায় মামলা দায়ের করে। পরে উভয় পক্ষ আদালত থেকে জামিন পায়। এ ঘটনায় মৃত নুর আহমেদ এর ছেলেরা ক্ষেপে উঠে।এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ছৈয়দ নুর দলবল নিয়ে মেরে ফেলার উদেশ্যে অতর্কিত ভাবে লাঠি সোটা নিয়ে আবদুল মালেকের উপর হামলা চালায়।

উখিয়া থানার ওসি সনজুর মোরশেদ জানান, সন্ত্রাসী হামলায় একজন আহত হওয়ার খবর পেয়েছি। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি,যদি কেউ অভিযোগ করে তদন্ত পূর্বক যথাযথ আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, উখিয়া, সন্ত্রাসী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন