এক পায়ে হজ করতে মক্কায়

fec-image

জীবনযুদ্ধে মানুষ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সব প্রতিবন্ধকতা পেরিয়ে আশা-আকাঙ্ক্ষা মানুষকে সামনে এগিয়ে নেয়। তেমনি দুর্ঘটনায় এক পা হারিয়ে পবিত্র হজ পালনের স্বপ্ন হারিয়ে যায়নি মুহাম্মদ শফিকের; বরং এবার দীর্ঘ দিনের আশা পূরণ হতে যাচ্ছে পাকিস্তানি এ হজযাত্রীর।

জানা যায়, পাকিস্তান থেকে পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় এসেছেন ৪৩ বছর বয়সী মুহাম্মদ শফিক।

৩০ বছর আগে বাস দুর্ঘটনায় তার পা কেটে ফেলা হয়। তবে এক পা নিয়ে শত বাধার পরও হজের স্বপ্ন বাস্তবায়নে অনঢ় ছিলেন তিনি। আত্মিক মনোবল ও দৃঢ় প্রত্যয় তাকে নিরাপদে মক্কায় পৌঁছে দেয়। এখন তিনি মক্কায় অবস্থান করছেন।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে শফিক বলেছেন, ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ করতে আমি অনেক দিন ধরে অর্থ জমিয়েছি। আল্লাহর বিশেষ অনুগ্রহে এ বছর আমি হজ করব। একটি পা আমাকে হতাশ না করে দীর্ঘ এ যাত্রায় অবিচল রেখেছে।

নিজ চোখে কাবাঘর দেখার অনুভূতি বর্ণনাতীত। এখন আমি হজের কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি। ক্রাচের সাহায্যে জামারায় পাথর নিক্ষেপসহ সব কাজ সম্পন্ন করব।’
আগামী ২৭ জুন পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। করোনার দীর্ঘ তিন বছর পর এবারই প্রথম সর্ববৃহৎ হজে অংশ নেবেন ২০ লাখের বেশি মুসলিম।

ইতিমধ্যে আকাশ, স্থল ও নৌপথযোগে সৌদি আরবে এসে পৌঁছেছেন ১৩ লাখ ৪২ হাজার ৩৫১ হজযাত্রী।

সূত্র : আল-আরাবিয়া

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন