কক্সবাজারে কমিউনিটি পুলিশিং ডে সম্মাননা পেলেন কাউন্সিলর পাখি

fec-image

আইন শৃঙ্খলা রক্ষার কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১ সম্মাননা’ পেয়েছেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি।

জেলার ‘শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য’ হিসেবে তাকে এই স্বীকৃতি প্রদান করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। সেই সঙ্গে এই স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৩০ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কক্সবাজার সদর মডেল থানার অনুষ্ঠানে শাহেনা আক্তার পাখির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ওসি শেখ মুনীর উল গীয়াস।

ওসি শেখ মুনীর উল গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর মিজানুর রহমান, পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সাধারণ সম্পাদক মো. রিয়াদ, সহসভাপতি নাজমুল হোসাইন নাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন।

ওসি অপারেশন ও কমিউনিটি পুলিশিং সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের বিভিন্ন ওয়ার্ড প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন