কক্সবাজারে বিদেশী পর্যটকদের জন্য এক্সক্লুসিভ ট্যুরিস্টজোন তৈরীর তাগাদা প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার:

পর্যটন শহর কক্সবাজারের উন্নয়নে আলাদা বোর্ড গঠনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বিদেশি পর্যটকদের জন্য বিশেষ পর্যটন অঞ্চল (টুরিস্ট জোন) গঠনের নির্দেশ দেন তিনি। আজ বুধবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে জাতীয় পর্যটন পরিষদের বৈঠকে এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজারে একটা কর্তৃপক্ষ করতে হবে এবং যা কিছু হবে একটা প্ল্যান করে করতে হবে। ইতিমধ্যে যা হয়ে গেছে খুবই হ্যাপাজার্ড এটা-সেটা, এখানে-সেখানে যার যার ইচ্ছামতো করে ফেলেছে। যত তলা পারে করেছে, নির্দিষ্ট কোনো নীতিমালাও নাই, যার জন্য এভাবে হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে যেন আর না হতে পারে।’

পর্যটকদের আকৃষ্ট করার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বিদেশি পর্যটক আকর্ষণ করতে হলে আমাদের সি বিচগুলোতে খুব এক্সক্লুসিভ জোন করে দিতে হবে শুধু বিদেশিদের জন্য। তাদের যে ফ্যাসিলিটি, তাদের যে সুযোগ-সুবিধা চাই সেভাবে তাদের জন্য দিয়ে দিতে হবে। এটা কিন্তু পৃথিবীর বহু দেশে করা আছে।’

এ সময় কক্সবাজার ও চট্টগ্রামের সাথে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সমুদ্রতীরবর্তী শহরের মধ্যে নৌবিহার চালু করার পরামর্শও দেন শেখ হাসিনা। একই সাথে পর্যটন মৌসুমে ভারত-নেপালে বেড়াতে আসা বিদেশি পর্যটকদের একই প্যাকেজে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়েও খোঁজ নেওয়ার কথা বলেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন