কক্সবাজারে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল

fec-image

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কক্সবাজার শহরে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বুধবার (২২ মার্চ) বাদে আছর শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারঘাটা পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সভাপতির বক্তব্যে জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী বলেন, পবিত্র কুরআন নাজিলের মাস রমজান। এই মাসের পবিত্রতা রক্ষা করা সব মুসলমানের ঈমানি কর্তব্য। অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করতে হবে। রমজানের স্বার্থে হলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা দরকার।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নাগালের মধ্যে রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেন মাওলানা আব্দুল খালেক নিজামী।

জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল্লাহ নোমানী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ ও জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী।

এ সময় নেজামে ইসলাম পার্টি নেতা মাওলানা মুহাম্মদ আলম, মাওলানা ওমর আলী, মাওলানা ফয়জুল করিমসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে দু’আ ও মোনাজাত পরিচালনা করেন, নেজামে ইসলাম পার্টির জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসলাম, কক্সবাজার, দাবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন