কক্সবাজারে র‌্যাবের অভিযানে দুই ফার্মেসিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

01 copy

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের দুই প্রাইভেট হাসপাতালের ফার্মেসিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমান আদালত।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত র‌্যাব অভিযান চালিয়ে শহরের হাসপাতাল সড়কের জেনারেল হসপিটাল ও ডিজিটাল হসপিটালকে এ জরিমানা করা হয়। রেজিস্ট্রেশন বিহীন ও মিয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি এবং মজুদ রাখার অপরাধে এ জরিমানা করা হয়।

র‌্যাবের (সদর দপ্তর) নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আনিচুর রহমান জানান, জেনারেল হসপিটালের ফার্মেসিতে রেজিস্ট্রেশন বিহীন ঔষধ ও মিয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে সংশ্লিষ্ট আইনে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। আর একই অপরাধে ডিজিটাল হসপিটালকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। আর এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে র‌্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন, কক্সবাজার র‌্যাব-৭ এর অধিনায়ক রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য, সিভিল সার্জেন মেডিকেল অফিসার ডাক্তার মহিউদ্দিন আলমঙ্গীর ও জেলা ঔষধ তত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাস গোপ্ত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন