কাপ্তাইয়ের আসন্ন ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলার পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীও

fec-image

কাপ্তাইয়ের আসন্ন ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলার পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীও। কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র করার চেষ্টা করলে আমাদের খবর দিবেন। সকল জনপ্রতিনিধি নির্বাচনী প্রচারণা করতে সতর্ক থাকতে হবে। আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার জাহিদ পিএসসি।

রোববার (২৪অক্টোবর) সকাল ১১টায় ৫৬ই বেংঙ্গল কাপ্তাই জোন অধিনায়ক ৪নং ইউপি সকল প্রার্থীর সাথে মতবিনিময় সভায় আরও বলেন, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলার পাশাপাশি কাপ্তাই সেনা জোন টিম থাকবে। সকলে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারবেন।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সম্প্রতি কাপ্তাইয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আগামীতেও হবে। তবে কেউ সঠিক তথ্য, উপাত্ত ছাড়া করো বিরুদ্ধে গায়েবি অভিযোগ করবেন না। কাপ্তাই ৪নং ইউপির চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, মহিউদ্দিন পাটোয়ারি বাদল (চেয়ারম্যান প্রার্থী), ইউপি সদস্য জাহেদুল ইসলাম, ইমান আলীসহ আরও অনেক প্রার্থী নির্বাচন অবাধ ও সুষ্ঠুসহ বিবিধ বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেছেন।

এসময় ৫৬ই বেংঙ্গল উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী ও ক্যাপ্টেন বাসারসহ ৩২ জন জনপ্রতিনিধি প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন