কাপ্তাইয়ে জেএসএস‘র ডাকে রহতাল পালন যান চলাচল বন্ধ

কাপ্তাই প্রতিনিধি:

জেএসএস‘র ডাকে ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিনে কাপ্তাই হতে চন্দ্রঘোনা পর্যন্ত দূরপাল্লার কোন যান চলাচল করতে দেওয়া হয়নি। ঢাকার নৈশ্য কোচ যাত্রীরা অভিযোগ করেন, তারা বহুদুর হতে যাত্রা করে আসলেও গন্তব্যস্থানে তাদের পৌছাতে বাঁধা দেওয়া হয়েছে। নাইট কোচ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কাপ্তাইয়ের সাধারণ সিএনজি চালকরা অভিযোগ করেন, আমরা খেটে খাওয়া মানুষ কাপ্তাই হতে চন্দ্রঘোন পর্যন্ত যাত্রী নিয়ে কোন রকম সংসার চালাই। কিন্তু আমাদের পর্যন্ত চলাচল বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে প্রশাসন রহস্যজনক কারণে নিরব রয়েছে বলে অনেকেই মন্তব্য করেন। এছাড়া কাপ্তাই জেটিঘাট হতে বিলাইছড়ি পর্যন্ত সকল ধরণের নৌ চলাচল বন্ধ ছিল।

উল্লেখ্য বুষণছড়া একটি ইউপি কেন্দ্রের ফলাফল বাতিল ও পুর্ণঃনির্বাচনের দাবিতে জেএসএস সোম ও মঙ্গলবার এই দু’দিন হরতালের ডাকা দেয়। সোমবার ছিল এর প্রথম দিন। এদিকে হরতালের ফলে কাপ্তাইয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন