কাপ্তাইয়ে পাহাড়ের পাদদেশে মৃত্যু ঝুঁকি নিয়ে কয়েক হাজার লোকের বসবাস

PHAIR

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলার বিভিন্নস্থানে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক হাজার লোক। কাপ্তাই উপজেলার বারঘোনা, বড়ইছড়ি রাঙামটি সড়ক লাইন, শিলছড়ি, চিৎমরম, লগগেইট এলাকা, নতুনবাজার এলাকাসহ বিভিন্নস্থানে পাহাড়ের ওপর লোকজন মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস শুরু করছে।

প্রতিবছর এরকম বর্ষা মৌসুমে এসব এলাকায় পাহাড় ধসে বহু হতাহতের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ হতে কোন ধরনের সু-ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুম এলেই প্রশাসনের পক্ষ হতে এলাকার ইউপি চেয়ারম্যাম ও সদস্যদের ডেকে নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হতে লোকদের সরে যাওয়ার কথা বলা হলেও কে কার কথা শোনে। ‘যে লাউ সেই কদু’।

এলাকার সচেতন লোকজন বলেন, প্রশাসনের পক্ষ হতে সশরীরে কখনও কেউ এ সকল ঝুঁকিপূর্ণ এলাকায় পরিদর্শন করতে আসেনি। শুধু তখনই এসেছে যখন পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে।

উল্লেখিত স্থানসমূহে বহু মানুষ কয়েক হাজার ফুট ওপর এবং নিচে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে। এসকল নির্মিত বাসা বাড়িতে রয়েছে অবৈধ বিদ্যুৎ ও ডিশ সংযোগ।

অভিজ্ঞ মহল মনে করেন, যে কোন মুহুর্তে বর্ষা মৌসুমে পাহাড় ধসে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে। কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকায় এক নজর তাকালে দেখা যায় সু-উচ্চ পাহাড়ের পাদদেশে কি ধরনের মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে। অভিজ্ঞ মহল মনে করেন, বড় ধরনের কোন অঘটন ঘটার পূর্বেই প্রশাসনের পক্ষ হতে ঝুঁকিপূর্ণ বসবাস সনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন