কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

fec-image

রাঙামাটি কাপ্তাইয়ের আপষ্ট্রিম জেটিঘাট মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় তিন প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ১৮ এপ্রিল) সকাল ১১টা হতে দুপুর ১টা পযন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

৫ বছর আগে মেয়াদোত্তীর্ণ পণ্য ডিসপ্লেতে সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা। অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে আরোও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং সজল দাশের দোকানকে ৫শত টাকাসহ সর্বমোট ৩টি মামলায় ১৩ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন