কাপ্তাই শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

fec-image

রাঙামাটির কাপ্তাই শিশু নিকেতন স্কুলের আয়োজনে লেক ভিউ আইল্যান্ড এ বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পযন্ত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই শিশু নিকেতন স্কুলের সহ-সভাপতি এবং কাপ্তাই জোনের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নুর উল্লাহ জুয়েল, পিএসসি।

এসময় কাপ্তাই জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন সাফাত চৌধুরী, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষা রেহেনা আক্তার, কাপ্তাই পিডিবি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কবির হোসেন, বর্তমান সভাপতি কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সদস্য অর্ণব মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এসময় প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা করতে হবে।

ছবি: শিশু নিকেতন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করছেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন