কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় দুটির পাশে পানছড়ি উপজেলা প্রশাসন

fec-image

পানছড়িতে খোলা আকাশে নিচে পাঠদান। গত ৩ এপ্রিলের প্রকাশিত সংবাদে বিদ্যালয় দুটির জন্য সহযোগিতার হাত বাড়ান পানছড়ি উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বড় কলক ও চেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা উপস্থিত থেকে প্রধান শিক্ষকদের হাতে ঢেউটিন ও অর্থ তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম কান্তি চাকমা ও মো. আলমগীর হোসাইন জানান, আর খোলা আকশের নীচে নয় এখন ছাউনির নীচে বসেই কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান নিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ জানান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে বিদ্যালয় দুটির জন্য ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল দিবাগত রাতের কালবৈশাখীতে দুটি শ্রেণিকক্ষের চাল দুমড়ে-মুচড়ে উড়িয়ে নিয়ে যায়। তাই ৫ম শ্রেণির পাঠদান খোলা আকাশের নিচে চলছিল।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা, কালবৈশাখী, ক্ষতিগ্রস্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন