কুতুবদিয়ায় জেএসসি-জেডিসিতে ২৪১৫ পরীক্ষার্থী

fec-image

কুতুবদিয়ায় এবার ৪ কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থী ২৪১৫ জন। এর মধ্যে জেএসসিতে ১৭৮৩ জন ও জেডিসিতে ৬৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র -১ (কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জিগারুন নাহার জানান, ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় এ কেন্দ্রে মোট ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৮৪ জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের ১৩৬ জন ও মাষ্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের ৫৩ জন পরীক্ষার্থী রয়েছে।

কেন্দ্র-২ ( ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ) সচিব প্রধান শিক্ষক মোর্শেদুল আলম জানান, তার কেন্দ্রে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৭০ জন, লেমশীখালী হাই স্কুলের ১৪৫ জন, সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ২১৮ জন , উত্তরণ বিদা নিকেতনের ৯২ জনসহ মোট ৮২৫ জন পরীক্ষার্থী রয়েছে।

ভেন্যূ থেকে কেন্দ্রে উন্নীত কেন্দ্র-৩ (কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়) সচিব প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম জানান, এ কেন্দ্রে ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৩৩২ জন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৩ জন, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩ জন ও কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ নুরুল আলম জানান, এবার জেডিসি পরীক্ষায় উপজেলার ৯ টি মাদ্রাসার ৬৩২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৭৬ জন, আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার ৮৯জন, শামসুলউলুম কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসার ৬২ জন, ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসার ৪২ জন, কুতুবদিয়া জামেয়া নুরানিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৩৫ জন, ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার ৭৫ জন,আল ফারুক দাখিল মাদ্রাসার ৯৫ জন ও গাউছিয়া দাখিল মাদ্রাসার ১০৬ জন পরীক্ষার্থী রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেএসসি, জেডিসি, শিক্ষা বোর্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন