কুতুবদিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

fec-image

কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োাজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. মাঈননুদ্দিন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাস্টার আহমদ উল্লাহ, মুক্তিযোদ্ধা পুলিন বিহারী, কুতুবদিয়া মহিলা কলেজ অধ্যাপক মো. নজরুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জিগারুন্নাহার, কুতুবদিয়া হাই স্কুল প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এমএ মান্নান প্রমুখ।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবী উপস্থিত ছিলেন। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন উপজলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো. ইমরান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভ’মি) সুপ্রভাত চাকমা।

সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা গেইটস্থ দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফার সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উাপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়ায়, শহীদ বুদ্ধিজীবী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন