কুনিও হোশি হত্যায় পাঁচ জেএমবির ফাঁসি

169539_1

পার্বত্যনিউজ ডেস্ক:

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার রায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর এক আসামি খালাস পেয়েছেন। রংপুরের বিশেষ জজ নরেশচন্দ্র সরকার মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন, জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, জেএমবি সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, সাখাওয়াত হোসেন ও জেএমবি সদস্য আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব। বিপ্লব বাদে বাকি দণ্ডপ্রাপ্ত ৪ আসামি কারাগারে আছেন। খালাসপ্রাপ্ত আসামি হলেন আবু সাঈদ।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। তিনি সে এলাকায় গবাদি পশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাসের চাষ করতেন। ঘটনার দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ওসি আবদুল কাদের জিলানী ২০১৬সালের ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রে নাম থাকা দুই জেএমবি সদস্য ঢাকা ও রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় ছয়জনের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন