কাপ্তাই সেনাজোনের আয়োজনে শান্তি চুক্তির ২৫বছর পূর্তি

কেউ অশান্তি সৃষ্টি করলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না: জোন কমান্ডার

fec-image

রাঙামাটি কাপ্তাই সেনাজোন এলাকায় কেউ অশান্তি সৃষ্টি করলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনী সবসময় শান্তি, উন্নয়ন ও সর্বদা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

“ঐক্যের মাঝে শান্তি পাই, পাহাড়ি-বাঙালি ভাই ভাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন আয়োজনে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্র্যালি, মটর শোভাযাত্রা কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে শুরু করে শহীদ আফজাল হলে শেষ হয়।

কাপ্তাই সেনাজোন অধিনায়ক লে. কর্নেল মো. নূর উল্লাহ জুয়েল পিএসসি শান্তির পায়রা ও রঙিন পতাকা উড়িয়ে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্নেল নূর উল্লাহ জুয়েল বলেন, কাপ্তাই জোন এলাকায় কেউ অশান্তি সৃষ্টি করলে তাকে এক বিন্দুও ছাড় দেয়া হবেনা। পাহাড়ে বর্তমান সরকার উন্নয়ন করে চলছে। কেউ উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সর্বদা শান্তি-শৃঙ্খলায় নিয়োজিত রয়েছি । আসুন আমরা সকলে বিভেদ ভুলে গিয়ে পার্বত্য এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।

এসময় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও ভাইজ্যাতলী হেডম্যান থোয়াই অং মারমা।

এসময় উপস্থিত ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন, অধিনায়ক, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান, স্কুল শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা,পাহাড়ি-বাঙালিসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রজতজয়ন্তী, শান্তিচুক্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন