কোনো ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না: কু‌জেন্দ্র লাল

fec-image

খাগড়াছ‌ড়ি আসনের নৌকার প্রার্থী কু‌জেন্দ্র লাল ত্রিপুরা বলে‌ছেন, বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না। বিএনপির হরতাল-অবরোধ বাংলাদেশের মানুষের কাছে অতীত হয়ে গেছে। মানুষ এখন তা ম‌নেনা। মানুষ উন্নয়ন ও শা‌ন্তি‌তে বিশ্বাসী।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকাল থে‌কে রাত পর্যন্ত সাপমারা, গোমতি, শান্তিপুর, বেলছড়ি ও মাটিরাঙ্গায় জনসংযোগ ও পথসভায় বক্তব্যকালে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও সমৃদ্ধ বাংলা দেশ গড়‌তে আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ‌্যমে প্রমাণ কর‌বে মানুষ। সর্বস্ত‌রের মানুষের অংশগ্রহণে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

বিএন‌পি লু‌টেরারদল উ‌ল্লেখ ক‌রে তিনি ব‌লেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে দেশে উন্নয়ননের নামে লুটপাট ক‌রে‌ নেতাদের পকেট ভারী হয়েছে। তাই নির্বাচনে আস‌তে তারা ভয় পায়।

শিক্ষা ও স্বা‌স্থ‌্য খাতে আওয়ামী লী‌গ সরকা‌রের সফলতার কথা তু‌লে ধ‌রে তিনি বলেন, প্রা‌ন্তিক জনপ‌দে পি‌ছি‌য়ে পড়া জন‌গো‌ষ্টির স্বাস্থ‌্য সেবার কথা চিন্তা ক‌রে ৯৬ সা‌লে ক্ষমতায় আসার পর ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক প্রতিষ্ঠা করা হয়। ২০০১সা‌লে বিএন‌পি ক্ষমতায় এ‌লে তা বন্ধ ক‌রে দেয়া হয়। ৫ বছর ক্ষমতায় থে‌কে কোন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেয়নি । শেখ হা‌সিনার ক্ষমতাকা‌লে ২৬ হাজারেরও বে‌শি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদন ও প্রতিষ্ঠা ক‌রে‌ছেন ব‌লে উ‌ল্লেখ ক‌রেন নৌকার প্রার্থী কু‌জেন্দ্রলাল ত্রিপুরা।

তিনি বলেন, ভোট কেন্দ্র যেতে বাঁধা দেওয়ার কারো অ‌ধিকার নাই জানি‌য়ে কেন্দ্র যেতে বাঁধা দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবেনা বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জনসং‌যোগ ও পথসভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরি, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সাংগঠ‌নিক সম্পাদক আলী হো‌সেন,পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজী প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন