খাগড়াছড়িতে কোয়ারেন্টিন: প্রাতিষ্ঠানিক ১৭৫৫, হোম ৭০৬ ও আইসোলেশনে ৩ জন

fec-image

খাগড়াছড়িতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে আসা মানুষের সংখা। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানের এক দিনে এক হাজার দুইশ ৭ জন বেড়ে ১ হাজার ৭ শত ৫৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে জায়গা হয়েছে।

হোম কোয়ারেন্টিনে ৩ শ ২২ জন বেড়ে ৭০৬ জন। তবে এরই মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা অবস্থায় করোনা লক্ষন দেখা না যাওয়া ১৬৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে আইসোলেশনে রয়েছে ৩ জন।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, এরা সকলেই গত কয়েক দিনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিক।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ আরো জানান,  জ্বর ও কাশি নিয়ে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি পাঁচ গার্মেন্টস কর্মীসহ ৬৬ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি পাঠানো হয়েছে। তার মধ্যে মৃত গার্মেন্টস কর্মী দুই আইসোলেশনের রোগীসহ ২৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকী নমুনার রিপোর্ট এখনো আসেনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টিন:, খাগড়াছড়িতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন