খাগড়াছড়িতে ছাত্রলীগের শোক র‌্যালি : যুবলীগের পক্ষকাল ব্যাপী কর্মসূচী

11798109_858625830898372_1628547840_n copy

সিনিয়র স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে শোক র‌্যালি করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ।

সোমবার সকালের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী‘র নেতৃত্বে অনুষ্ঠিত শোক র‌্যালিতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: ইকবাল বাহার, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। শোক র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে বক্তারা শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নে সোনার বাংলাদেশ গড়তে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বক্তারা জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে সকলকে মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানান।

অন্যদিকে শোক দিবসকে ঘিরে পক্ষকাল ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগ। সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচীর কথা জানান।

কর্মসূচীর মধ্য রয়েছে ৪ আগস্ট বিকেল ৩ টায় পৌর যুবলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা। ৫ আগস্ট সকাল ৯টায় জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ যৌথ উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ দিনের কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা সদরে প্রতিদিন বিভিন্ন কর্মসূচী পালন করছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন