নিত্যপ্রয়োজনীয় মূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের কাছে বিএনপির স্মারকলিপি প্রদান

fec-image

নিত্যপ্রয়োজনীয় মূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) খাগড়াছড়ি জেলা প্রশাসনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় বিএনপির নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় মূল্যের লাগামহীন উর্ধ্বগতির পাশাপাশি টিসিবি’র পণ্য বিক্রিতেও দলীয়করণ ও প্রয়োজনের তুলনায় কম সরবরাহের অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এমএন আবছার, যুগ্ম সম্পাদক, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা সেচ্ছাসেবক সভাপতি নজরুল ইসলাম. জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রতন ত্রিপুরা, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পী দাস, খাগড়াছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল দেওয়ান ও সদস্য সচিব মুমিনুল ইসলামসহ অন্যান নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সরকার দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে সব ধরনের পণ্যের দাম কয়েকগুন বেড়েছে। সাধারণ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন পার করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন