খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

fec-image

বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. মহসিন হোসেন রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষায় নবীন সৈনিকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবময় আত্মত্যাগ ধরে রাখতে পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার পালন করতে হবে। দেশের জনগণ যাতে পুলিশের প্রতি আস্থাশীল হতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি সোমবার সকালে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার কুচকাওয়াজ মাঠে আয়োজিত বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল (Trainee Recruit Constable)  ৬ষ্ঠ ব্যাচ ২০২০ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে থেকে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন কালে এ কথা বলেন।

নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান ও এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অওরঙ্গজেব মাহবুব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন