খাগড়াছড়িতে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পুলিশের বাধা উপেক্ষা করেই খাগড়াছড়িতে মানবন্ধন করেছে জেলা মহিলা দল।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের সাজা দেওয়ার প্রতিবাদে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে শনিবার বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা থাকলেও পুলিশের বাধার মুখে মিল্লাত চত্বর সড়কে মানববন্ধন করে দলটি।

মানববন্ধনে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফরমায়েশী রায় বাতিল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়া ও সরকারের পদত্যাগের দাবি জানানো হয়।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কুহেলী দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদীকা আকলিমা খানম সদর উপজেলা মহিলা দলের মিঠু রানী ত্রিপুরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি কংচাইরি মাস্টার, মো. বেলাল হোসেন, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এডভোকেট আ. মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, আ. রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. রহমত আলী, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্ল্যাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. সাহেদ হোসেন সুমন, জেলা স্বেছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ হৃদয়, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান সরকার, জেলা তাতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম ভূইয়া সহ জেলা, উপেজলা ও পৌর বিএনপি, অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দ।

মানবব্ধনের জেলার বিপুল সংখ্যক নারী অংশ নেয়। কোলে বাচ্চা মিশু নিয়েও অনেককে অংশগ্রহণ করতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “খাগড়াছড়িতে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মানববন্ধন”

  1. সঠিক সংবাদ পরিবেশনই একটি গণমাধ্যমের উত্তরোত্তর সফলতার চাবিকাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন