খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

পুলিশের দফায় দফায় বাধা উপেক্ষা করে খাগড়াছড়ির বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তীব্র লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিাদে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির জেলা সহ-সভাপতি বেলাল হোসেন রাখে জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।

এসময় বক্তারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশে আজ হাহাকার চলছে। দিনে ৭/৮ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। মধ্যরাতেও বিদ্যুৎ চলে যায়। গ্রামের অবস্থা আরো ভয়াবহ। বাজারে গেলেও একই অবস্থা। সব জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

বক্তারা আরও বলেন, সরকারের নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু বানিয়েছে। দেশ মানুষের এখন লবণ-ভাতও জুটছে না। দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। এ অবস্থায় দেশ চলতে পারে না।

পরে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিএনপি, স্মারকলিপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন