খাগড়াছড়িতে বৈসু উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণাঢ্য র‌্যালী

fec-image

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈসু উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা, র‌্যালী ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বর্ণাঢ্য র‌্যালী’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতিত্বে র‌্যালী’র শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিটিকেএস’র অর্থ ও পরিকল্পনা সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিবিষুৎ ত্রিপুরা (সুকান্ত)। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি’র পুলিশ সুপার মো. আবদুল আজিজ, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঞা, প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, সদস্য নিলোৎপল খীসা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সদস্য শতরুপা চাকমা, শাহিনা আক্তার, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি সুরেজ মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা (মিঠু),যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা প্রমুখ।

এছাড়াও বিটিকেএস’র যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা,যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজল বরণ ত্রিপুরা, দপ্তর সম্পাদক প্রমোদ বিকাশ ত্রিপুরা, তথ্য প্রচার সম্পাদক পূর্ণ বিকাশ ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কনক বরণ ত্রিপুরা সমাজকল্যাণ-দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক তপন বিকাশ ত্রিপুরা, আইন- বিচার ও ভূমি বিরোধ নিস্পত্তি বিষয়ক সম্পাদক সনজীব ত্রিপুরা, যুব ও ক্রীড়া উন্নয়ন সম্পাদক উল্লাস ত্রিপুরা, মহিলা বিষয়ক সম্পাদক ঝর্ণা ত্রিপুরা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক বিউটি রানী ত্রিপুরা, নির্বাহী সদস্য অপূর্ব ত্রিপুরা, নির্বাহী সদস্য জয়া ত্রিপুরাসহ আরও অনেকে।

প্রসঙ্গত:পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অন্যতম হলো ত্রিপুরা সম্প্রদায়। পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বসবাসরত ত্রিপুরাদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসুক/বৈসু। এই বৈসুকে ঘিরে পাহাড়ে পাহাড়ে, পাড়ায়- পাড়ায় তাদের ঐতিহ্যবাহী ‘গরয়া/গরাইয়া নৃত্য পরিবেশন করে থাকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন