আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় মুক্তি ও সন্ধানের দাবি

খাগড়াছড়িতে ব্যবসায়ী অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

fec-image

খাগড়াছড়ি বাজারের শফিকুল ইসলাম রাসেল নামে এক গাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। একইসাথে তাকে অক্ষত অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির দাবিও জানানো হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে শহরের শাপলা চত্বর থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন পরিবারের সদস্যসহ বিভিন্নস্তরের মানুষ। পরে মিছিলটি মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা বলেন, গত ৯ নভেম্বর নয় মাইল বাগান দেখতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন শফিকুল ইসলাম রাসেল। এরপর থেকে আর ঘরে না ফেরায় বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নেয়া শুরু করেন পরিবারের সদস্যরা। কোন ধরণের যোগাযোগ না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে এরমধ্যেই শফিকুলের মোবাইল থেকে ফোন করে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়ে নিয়েছে অজ্ঞাতরা এমনটাও জানানো হয়েছে।

সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেলকে মুক্তি বা সন্ধানের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, খাগড়াছড়ি, ব্যবসায়ী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন