খাগড়াছড়িতে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপন

Khagrachari Pic 03
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়ে চর্চা করতে উৎসাহ বৃদ্ধি এবং সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়িতে শুরু দুদিন ব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক গোফরান ফারুকী ও ভাইস-চেয়ারম্যান বিউটি রানি ত্রিপুরা।

উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি- এ প্রতিপাদ্যে বুধবার খাগড়াছড়িতে শুরু হয় দুদিন ব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য পাঠ ও প্রোজেক্ট প্রদর্শনীসহ বিভিন্ন প্রতিযোগিতায় অগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় জেলার ২টি কলেজ ও ১১টি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৩৫ স্টলে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রোজেক্টের প্রদর্শনী হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন