খাগড়াছড়িতে ৪২৭ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান

capture-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে মেধাবী, অসচ্ছল ও অনগ্রসর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। মঙ্গলবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়িস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ৪২৭ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির টাকা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় বৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস-চেয়ারম্যান শাহীনুল ইসলাম ও উপ-সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা।

এ বছর তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের মোট ১২৮১ জন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন