খাগড়াছড়ির পানছড়িতে গৃহবধূ স্বপ্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির পানছড়িতে গৃহবধূ স্বপ্না হাজারীকে পরিকল্পিকভাবে হত্যার অভিযোগ এনে স্বামী গোপাল হাজারী ও তার বান্ধবী ছবি ধরের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি করা হয়। এ সময় স্বপ্না হাজারীর ভাই নেকু বণিক, বোন রিংকু বণিক ও ছবি বণিকসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, স্বামী গোপাল হাজারীর পরকিয়ায় বাধা দেওয়ায় স্বপ্না হাজারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দিতে গেলে পুলিশ  স্বপ্না হাজারীর স্বজনদের সারা দিন থানা হাজতে আটকে রেখে সাদা কাগজে স্বাক্ষর আদায় করে নেয় বলেও অভিযোগ করা হয়।

প্রসঙ্গত,গত ১ জুন রাত ১১টায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পানছড়ি থানা পুলিশ। নিহতের গলার দুই পাশে ধারালো অস্ত্রের কাটা দাগ ছিল। পরে গত ৭ জুন নিহতের ভাই নেকু বণিক বাদী হয়ে গোপাল হাজারী, ছবি ধরসহ ৫জনকে আসামী করে খাগড়াছড়ি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন