খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী বহিস্কার!

Untitled-1

নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি:

দলের নিদের্শ অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থীতা বহাল রাখায় মানিকছড়িতে বিএনপির দু’শীর্ষ নেতা এস.এম.রবিউল ফারুক ও এম.কে.আজাদকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ ৬ ফেব্রুয়ারী বিকাল ৫টায় উপজেলা বিএনপির নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নিয়ে জেলা কমিটির নিকট পাঠানো হয়েছে ।
উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে, ৪র্থ উপজেলা নির্বাচনে মানিকছড়িতে চেয়ারম্যান পদে বিএনপির  সাধারণ সম্পাদক মো.এনামুল হককে দল মনোনয়ন দেয়। অন্যদিকে দলের সহ-সভাপতি ও ৩য় উপজেলা নির্বাচনে ২য় অবস্থানে থাকা এস.এম.রবিউল ফারুক বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন।  দলের আরেক নেতা সিনিয়র সভাপতি এম.কে.আজাদের সহধর্মীনী রাহেলা আক্তার ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলের সভাপতি এম.এ.করিম স্বাক্ষরিত প্রেস বার্তায় জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন