খাগড়াছড়ির রামগড়ে পুনরায় সন্ত্রাসী হামলার অভিযোগ জেলা বিএনপি‘র

ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রেস বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ির রামগড় ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বলিপাড়া এলাকার ধানের শীষ প্রতীকের এজেন্ট মাসুদকে সোমবার রাতে সরকার সমর্থিত প্রার্থী ও তার লোকেরা মারধর করে এমন অভিযোগ করে খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সহ-দপ্তর সম্পাদক মো. আবু তালেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদকে রাত ১২ টার সময় সরকার সমর্থিত প্রার্থী শাহালমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী তার বাড়ি বের করে প্রচ- মারধর করে অপহরনের চেষ্টা চালায় এবং ২৩ এপ্রিল-এর আগে ধানের শীষের এজেন্ট না হয়ে এলাকা ছাড়ার জন্য ভয় দেখানো হয়। এ সময় তার বাড়িতে থাকা একটি মটর সাইকেল সম্পূর্ণরূপে ভাংচুর করে সন্ত্রাসীরা।

বিজ্ঞপ্তিতে আরো বলে, ৯নং ওয়ার্ড হাতির খেদা নামক স্থানের আওয়ামী লীগ সমর্থিত মেম্বার প্রার্থী আবুল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী ধানের শীষ সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ২৩ এপ্রিলের পূর্বে এলাকা ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছে।

এ ব্যাপারে তাৎক্ষনিক প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। নির্বাচনকে সুষ্ঠ ও সবার গ্রহণযোগ্য করার জন্য খাগড়াছড়ি জেলা বিএনপি বিজিবি মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানানো হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন