খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপবৃত্তি প্রদান

SAMSUNG CAMERA PICTURES

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে ২০১৫ সালের জেএসসি, জেডিসি ও পিএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী ৩৯ কৃতি শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় সমিতির কার্যালয়ে নির্ধারিত সকল শিক্ষার্থীদের মঝে এককালীন নগদ ১ হাজার টাকা, খাগড়াছড়ি বন বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে ১টি করে চারা ও ক্রেস্ট প্রদান করা হয়।

কাঠ ব্যবসায়ী সমিতি এর সভাপতি হাজী আবু মো. আবু তৈয়বের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম, বিভাগীয় বন কর্মকর্তা মোমিনুল রশিদ, জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দিন রুমি প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা মানব জীবনের একটি অপরিহার্য্য অংশ। শিক্ষা ছাড়া কোন জাতীর উজ্জল ভবিষ্যৎ আশা করা অসম্ভব। তাই এ ধরণের উদ্যেগে শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং ভাল ফলাফলের জন্য চেষ্টা করবে। এ সময় তিনি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার বিষয়ে নজর রাখার আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন