খাগড়াছড়ি পৌরসভার ৫৮ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরে ৫৮ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৮৩৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. রফিকুল আলম। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা এবং সার্বিক স্থিতি ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৯ টাকা।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৭ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৯১২ টাকা এবং রাজস্ব ব্যয় ৭ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা, উদ্ধৃত ২ লাখ ৪৫ হাজার ৯১২ টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য সরকারি অনুদান ২ কোটি ৫০ লাখ, বিশেষ প্রকল্প অনুদান ৪৪ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৬৯০ টাকা।

মূলধন আয় ৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৪৩১টাকা। মূলধন ব্যয় ৯৩ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দীলিপ বিশ্বাস ও সচিব পারভিন আক্তারসহ পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাজেট বাস্তবায়নে মেয়র মো. রফিকুল আলম পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন