খাগড়াছড়ি বিজিবি সেক্টরের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

fec-image

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাগড়াছড়ি সেক্টরের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ৬ জুলাই) খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সেক্টর অফিস প্রাঙ্গনে ১টি ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এর পর পরই খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদরের সকল অফিসার, অন্যান্য পদবির সৈনিকও বেসামরিক কর্মচারীগণ ১টি করে গাছের চারা রোপণ করেন।

একই সাথে বিজিবি খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি), বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি), মারিশ্যা ব্যাটালিয়ন (২৭বিজিবি), খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিবিজি) এ বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হচ্ছে।

এ বছর খাগড়াছড়ি সেক্টর সদর ও অধীনস্থ ব্যাটালিয়ন এলাকায় ২ হাজার ৪শ ৫১টি ফলজ ৫ হাজার ৮শ ৮০টি বনজ ও ১ হাজার ৪শ টি ঔষধি বৃক্ষ রোপণের পরিকল্পনা হয়েছে।

বিগত বছর বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় খাগড়াছড়ি সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । এ বছরও একই ধারাবাহিকতায় এ কার্যক্রম চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিজিবি, বৃক্ষরোপণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন