গাজায় হামলার প্রতিবাদে রামুতে বৌদ্ধ ভিক্ষুদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

01

রামু প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কক্সবাজারের রামুতে “যুদ্ধ নয়, শান্তি চাই, বোমা হামলা বন্ধ করো” এ স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বৌদ্ধ ভিক্ষুরা। শনিবার বিকেল ৪ টায় চৌমুহনী বাস স্ট্যান্ডে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

মানববন্ধন শেষে কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক প্রধান বিশিষ্ট লেখক প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে ও রামু প্রেস ক্লাবের সদস্য অর্পণ বড়ুয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জ্যোতিসেন ভিক্ষু, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়ুয়া, মাস্টার ফরিদ আহমদ, মাছরাঙা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সুনীল বড়ুয়া, দৈনিক সমকালের রামু প্রতিনিধি সাংবাদিক খালেদ শহীদ, রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের আহবায়ক রজত বড়ুয়া রিকু, রামু প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া বাঙ্গালি, বৌদ্ধ নেতা বিপুল বড়ুয়া, স্বাস্থ্য পরিদর্শক নেতা শফিউল আজম, সংবাদ কর্মী ওবাইদুল হক নোমান, হকার সমিতির নেতা মো, ইয়াছিনসহ আরো অনেকে।

সভায় বক্তারা গাজায় চলমান হত্যাযজ্ঞ কোন সম্প্রদায়ের উপর নয়, এই গণহত্যা মানবতার বিরুদ্ধে। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এর তীব্র প্রতিবাদ জানাই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন