গুইমারা রিজিয়নের উদ্যোগে গরীব-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

32

মো. ইমরান হোসেন:
গুইমারা রিজিয়নের উদ্যোগে রিজিয়ন সদরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এলাকার গরীব ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

গুইমারা রিজিয়নের আওতাধীন জালিয়াপাড়া, সিন্দুকছড়ি, মানিকছড়ি, বাটনাতলী, যোগ্যাছোলা, তিনটহরীসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে এলাকার গরীব ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়।

রিজিয়ন সদর দপ্তরে এ কার্যক্রম উদ্বোধন করেছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহাম্মদ পিএসসি। এ সময় সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রাব্বি আহসান পিএসসি, মেজর রাকিব, মেজর মাহফুজসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

প্রতিটি প্যাকেটে উন্নতমানের সেমাই, চিনি, চাল, ডাল, গুড়া দুধ, নারিকেলসহ ঈদ সামগ্রী ছিল।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, রোজায় গরীব ও দুস্থ মানুষের কষ্টের কথা বিবেচনা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে সেনাবাহিনী ঈদ সামগ্রী পৌঁছে দিবে।

ওই সময় উপস্থিত দুস্থদের মাঝে আনন্দভাব লক্ষ্য করা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন