ঘরে বসেই যেভাবে পাওয়া যাবে বিশ্বকাপের টিকেট

fec-image

ঘরে বসে কীভাবে বিশ্বকাপের ম্যাচগুলির পছন্দের টিকেট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা, জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। অনলাইনে টিকেট কাটা যাবে ভারতের বিনোদন ওয়েবসাইট ‘বুকমাইশো’ থেকে।

ক্রিকেটপ্রেমীরা চাইলে ঘরে বসেই কাটতে পারবেন বিশ্বকাপরে পছন্দের ম্যাচের টিকেট। অনলাইনে টিকেট কাটা যাবে ভারতের বিনোদন ওয়েবসাইট ‘বুকমাইশো’ থেকে।

বুধবার (২৩ আগস্ট) ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’র (BookMyShow) নাম ঘোষণা করে। প্রস্তুতি ম্যাচসহ ৫৮ ম্যাচের টুর্নামেন্টের জন্য ধাপে ধাপে ছাড়া হবে টিকেট।

আইসিসির বাণিজ্যিক সহযোগী মাস্টারকার্ড ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগে থেকে বিশ্বকাপের টিকেট বুক করতে পারবেন। ২৪ অগাস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভারতের ম্যাচগুলি ও প্রস্তুতি ম্যাচগুলি ছাড়া মূলপর্বের বাকি সব ম্যাচের মাস্টারকার্ড প্রি-সেল শুরু হবে।

প্রস্তুতি ম্যাচগুলি ছাড়া মূলপর্বে ভারতের সব ম্যাচের মাস্টারকার্ড প্রি-সেল শুরু হবে ২৯ আগস্ট সন্ধ্যা ৬টায়। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হবে ২টি সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচের মাস্টারকার্ড প্রি-সেল।

অন্যান্য কার্ড ব্যবহারকারীদের জন্য কবে-কখন শুরু হবে টিকেট বিক্রি:
২৫ অগাস্ট রাত ৮টা থেকে: প্রস্তুতি ও মূলপর্বে ভারতের ম্যাচগুলি ছাড়া বাকি সব প্রস্তুতি ম্যাচ ও মূলপর্বের ম্যাচের টিকেট।
৩০ অগাস্ট রাত ৮টা থেকে: গুয়াহাটি ও থিরুভানান্থাপুরামে ভারতের ম্যাচগুলির টিকেট।
৩১ অগাস্ট রাত ৮টা থেকে: চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলির টিকেট।
১ সেপ্টেম্বর রাত ৮টা থেকে: ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচগুলির টিকেট।
২ সেপ্টেম্বর রাত ৮টা থেকে: বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচগুলির টিকেট।
৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে: আহমেদাবাদে ভারতের ম্যাচের টিকেট।
১৫ সেপ্টেম্বর রাত ৮টা থেকে: ২টি সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট।
বিশ্বকাপের ত্রয়োদশ আসর শুরু হবে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মধ্যকার লড়াই দিয়ে। ফাইনাল ১৯ নভেম্বর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন