মিয়ানমারে নিষেধাজ্ঞা বাড়ালো যুক্তরাষ্ট্র

fec-image

মিয়ানমারের জান্তা সরকারকে আরও দুর্বল করাতে নিষেধাজ্ঞার পরিধি বিস্তৃত যুক্তরাষ্ট্র। দেশটিতে জনগণকে নিষ্পেষণ করায় এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

মিয়ানমারে জেট ফুয়েল সেক্টরের সঙ্গে জড়িত যেকোন বিদেশি অথবা এনটিটির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়েছে। এর মধ্য দিয়ে সামরিক জান্তার ওপর চাপ বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে মিয়ানমারের জনগণের প্রতি আরও সমর্থন প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের সামরিক জান্তার কাছে জেট ফুয়েল ক্রয়বিক্রয় ও বিতরণের সঙ্গে জড়িত দু’জন ব্যক্তি এবং তিনটি এনটিটিকে এই নিষেধাজ্ঞায় আনা হয়েছে। তিনি আরও বলেন, যেসব সম্পদ বা উৎস ব্যবহার করে সামরিক জান্তা দেশটির জনগণের ওপর নিষ্পেষণ চালায়, তা থেকে জান্তা সরকারকে বঞ্চিত রাখার ধারা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা, মিয়ানমার, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন